পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানকে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার (বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটা) মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক এ সময়ের মধ্যে তাকে হাজির করবেন।
ইমরানকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তা দেশের বিচার বিভাগীয় প্রতিষ্ঠানের জন্য অসম্মানের বলে অভিহিত করেন পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বন্দিয়াল। এরপরেই সুপ্রিম কোর্টের এই নির্দেশ এলো। খবর- জিও নিউজ।
দলের প্রধান ইমরান খানের গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে পিটিআইয়ের আবেদনের শুনানি করার সময় তিন সদস্যের বেঞ্চের নেতৃত্বে সিজেপি ওই মন্তব্য করেন। সিজেপি ছাড়াও বেঞ্চে ছিলেন বিচারপতি আতহার মিনাল্লাহ ও বিচারপতি মোহাম্মদ আলী মাজহার।
গত মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। পরে জানানো হয়, তাকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরদিন বুধবার ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।