বুধবার ● ৩ মে ২০২৩

পাঁচ মাসে ১ লাখ রুশ সেনা হতাহতের দাবি যুক্তরাষ্ট্রের

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাঁচ মাসে ১ লাখ রুশ সেনা হতাহতের দাবি যুক্তরাষ্ট্রের
বুধবার ● ৩ মে ২০২৩


পাঁচ মাসে ১ লাখ রুশ সেনা হতাহতের দাবি যুক্তরাষ্ট্রের

ইউক্রেনে গত পাঁচ মাসের যুদ্ধে রাশিয়ার ২০ হাজারের বেশি যোদ্ধা নিহত হয়েছেন। এ সময়ে রাশিয়ার আহত সেনা সংখ্যা ৮০ হাজার। নিহত সেনার অর্ধেকই ভাড়াটে যোদ্ধা দল ওয়াগনার গ্রুপের সদস্য। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সোমবার এমন ধারণা প্রকাশ করেছে হোয়াইট হাউস।
এ নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। তবে গোয়েন্দারা কিসের ভিত্তিতে রাশিয়ার সেনাদের হতাহতের এ সংখ্যা ঠিক করছেন, তা তিনি পরিষ্কার করেননি। হোয়াইট হাউসের দেওয়া এ তথ্যের সত্যতা যাচাইয়ে মস্কোর কোনো মন্তব্যও পাওয়া যায়নি।
ইউক্রেনের হতাহত সেনার সংখ্যার বিষয়ে কিছু বলেনি হোয়াইট হাউস। এ ব্যাপারে জন কিরবির বক্তব্য, এখানে ইউক্রেন হলো ভুক্তভোগী। আর রাশিয়া হলো আগ্রাসী।
এদিকে বর্তমানে বাখমুতের ছোট্ট একটা অংশ ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখান থেকেই তাঁরা রাশিয়ার সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন।
ইউক্রেনের কর্মকর্তাদের ভাষ্য, বাখমুতে তাঁরা যতটা সম্ভব রাশিয়ার সেনাদের বধ এবং তাঁদের মজুত যুদ্ধাস্ত্র ধ্বংস করতে কাজ করছেন। তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে পূর্ব ইউক্রেনের দখলকৃত বাখমুত অঞ্চলের কয়েকটি এলাকা থেকে রুশ সেনা হটানোর দাবি করেছেন ইউক্রেনের এক শীর্ষ জেনারেল। অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী দেশটির সীমান্তবর্তী রুশ অঞ্চল ব্রিয়ানস্কে গোলা বর্ষণ করেছে। খবর সিএনএন ও বিবিসির।

বাংলাদেশ সময়: ২১:৩২:৫৩ ● ২১২ বার পঠিত