সুনাকের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্যে জেলেনস্কি

প্রথম পাতা » আন্তর্জাতিক » সুনাকের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্যে জেলেনস্কি
সোমবার ● ১৫ মে ২০২৩


সুনাকের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্যে জেলেনস্কিইউরোপের মিত্র দেশগুলোতে সফরের অংশ হিসেবে সোমবার লন্ডনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক টুইট বার্তায় তিনি নিজেই জানান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করতেই আকস্মিক সফরে এসেছেন।

টুইটবার্তায় তিনি আরও জানান, আমি এখন লন্ডনে। আমাদের আকাশ ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছে যুক্তরাজ্যের এই নেতা। আজও এই সহযোগিতা অব্যাহত থাকবে। আমার বন্ধু ঋষি সুনাক এবং প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা হবে।

রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে গত বৃহস্পতিবার ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেয় ব্রিটেন। এরপরই এ সফরে এলেন তিনি।

চলতি সপ্তাহে ইতালি, জার্মানি, ফ্রান্স এবং সবশেষ লন্ডন সফরে এসেছেন তিনি। ইউক্রেনে সামরিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখতে মিত্রদেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান জেলেনস্কি।

দেশগুলো কাছ থেকে এখন পর্যন্ত প্রচুর সামরিক সহায়তার প্রতিশ্রুতি পাচ্ছেন তিনি। রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণে এসব সামরিক সহায়তা মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইউক্রেনকে আরও ট্যাংক ও সাঁজোয়া যান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। প্যারিসে ম্যাক্রোঁ ও জেলেনস্কির তিন ঘণ্টা আলোচনা শেষে সোমবার এক বিবৃতিতে জানানো হয়, আগামী সপ্তাহে ইউক্রেনের একাধিক ব্যাটালিয়নকে প্রশিক্ষণ দেবে ফ্রান্স। ‘এএমএক্স-১০আরসি’সহ কয়েক’শ সাঁজোয়া যান এবং হালকা ট্যাংক দেবে।

এর আগে প্রায় ৩০০ কোটি ডলার মূল্যের সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেয় জার্মান সরকার।

বাংলাদেশ সময়: ১৭:০১:১৭ ● ২৯৩ বার পঠিত




আর্কাইভ