অল্প বৃষ্টিতেই সিলেট নগরে হাঁটুপানি

প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি » অল্প বৃষ্টিতেই সিলেট নগরে হাঁটুপানি
বুধবার ● ১৭ মে ২০২৩


সিলেটে হাঁটুপানি ফাইল ছবিসিলেট নগরে মঙ্গলবার বিকেলের অল্প সময়ের বৃষ্টিতে অলিগলির রাস্তায় হাঁটুজল দেখা দিয়েছে। দীর্ঘ অনাবৃষ্টির পর অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবন্ধতার পানি ঢুকে পড়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে।

মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক স্থায়ী এই বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। বিশেষ করে নগরীর স্টেশন রোড, তালতলা, জামতলা, পাঠানটুলা, মদিনা মার্কেট, সুনামগঞ্জ রোড, লন্ডনি রোড, হাওয়াপাড়া এলাকায়।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিতভাবেই উন্নয়নকাজ চলছে। পাঠানটুলা-মদিনা মার্কেট এলাকায় আমরা দুই ভাগে ড্রেন করছি। আর ওই এলাকার সড়কটি হচ্ছে নিচু তাই এমন সমস্যা দেখা দিচ্ছে। কাজ শেষ হলে জলাবদ্ধতা আর থাকবে না।

আবহাওয়া অধিদপ্তর জানায়, প্রায় এক ঘণ্টায় ৬০ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বাংলাদেশ সময়: ০:১৯:২৭ ● ২২০ বার পঠিত




আর্কাইভ