শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিকাল স্টাডিস(পিএসএস) বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান ।
তিনি সদ্য দায়িত্ব পালন করা অধ্যাপক ড. জায়েদা শারমিনের স্থলাভুক্ত হবে।
বুধবার(৩১মে) উপ-রেজিস্ট্রার ইউনুস আলী স্বাক্ষরিত এক নোটিস থেকে এ তথ্য জানা যায়।
নোটিসে উল্লেখ করা হয়, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান কে বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ৪(২) ধারানুসারে উক্ত বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে আগামী ০১/০৬/২০২৩ ইং তারিখ থেকে ০৩(তিন) বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।
দায়িত্ব নিয়ে বুধবার সন্ধ্যায় নতুন এ বিভাগীয় প্রধান জানান, পিএসএস বিভাগকে একাডেমিক, গবেষণা, সাংস্কৃতিকসহ সার্বিক দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। এছাড়া বিভাগের স্বর্ণালী অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিয়ে যেতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি। ড. সৈয়দ আশরাফের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলায়।