অনলাইনে জুয়া ও ফেসবুকসহ সামাজিক মিডিয়ায় দেশবিরোধী অপপ্রচারসহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রম বন্ধে সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে কমিটির সভাপতি বেনজীর আহমেদ সভাপতিত্ব করেন। কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মো. হাবিবর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এ সময় উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, পুলিশসহ অন্যদের ডোপ টেস্ট চলছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা হয় বৈঠকে।