দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩২জন

প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি » দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩২জন
বৃহস্পতিবার ● ৩০ নভেম্বর ২০২৩


মৌলভীবাজার ৪টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩২জন।। এম এ মোহিত।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি আসনে দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করেছেন ৩২জন এর মধ্যে মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ী)আসনে ৫জন, মৌলভীবাজার-২(কুলাউড়া)আসনে ১০জন, মৌলভীবাজার-৩(সদর-রাজনগর) আসনে ১১জন, মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ)আসনে ৬জন। মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার ড. উর্মী বিনতে সালাম বৃহস্পতিবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট তথ্যে আসন ওয়ারী প্রার্থীদের নাম পরিচয় জানা যায়, মৌলভীবাজার-১ বড়েলখা-জুড়ী মো: শাহাব উদ্দীন (নৌকা)আওয়ামী লীগ মনোনীত, আহমদ রিয়াজ জাতীয় পাটি, ফারুক আহমদ (স্বতন্ত্র), মোঃ আনোয়ার হোসেন তৃনমূল বিএনিপ, মোমাহাদ ময়নুল ইসলাম (স্বতন্ত্র) মোট ৫জন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) মোঃ বদরুল হোসেন জাসদ, একে.এম. সফিফ আহমদ সলমান(স্বতন্ত্র), মো: আব্দুল মতিন(স্বতন্ত্র), শফিউল আলম চৌধুরী নাদেল আওয়ামী লীগ, এম এম শাহীর তৃনমূল বিএনিপ, মাওলানা আছলাম হোসাইন রহমানী ইসলামী ঐকজোট, মোঃ কামরুজ্জামান সিমু বিকল্প ধারা বাংলােদশ, এনামূল হক মাহতাব বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, মোঃ মাহবুবুল আলম জাতীয় পার্টি, মোঃ আব্দুল মািলক জাতীয় (জাতীয়পার্টি)। মোট ১০ জন।

মৌলভীবাজার-৩(সদর-রাজনগর) মোহাম্মদ জিল্লুর রহমান আওয়ামীলীগ মনোনীত(নৌকা), মোঃ আব্দুল মুছাব্বির জাসদ, রুহুল আমীন জাতীয় পাটি, আবদুর  রহিম শহীদ আওয়ামীলীগ বিদ্রোহী, মোঃ আলতাফুর রহমান জাতীয় পার্টি, মোঃ ফাহামৌলভীবাজার ৪টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩২জনদ আলম বাংলােদশ সাংস্কৃতিক মুক্তিজোট, মোঃ আব্দুর রউফ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, মো আব্দুল কাইয়ূম জাকের পার্টি, সাদিকুর রহমান(স্বতন্ত্র),তাপস কুমার ঘোষ বাংলােদশ ওয়ার্কাস পার্টি, মোঃ আবু বকর এনিপিপি। মোট ১১ জন।

মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ) মো: আব্দুস শহীদ আওয়ামী লীগ(নৌকা), মো: নজরুল ইসলাম(স্বতন্ত্র), মোঃ আনোয়ার হাসাইন ইসলামী ঐকজোট, মোঃ ম̜াস্তান মিয়া জাতীয় পার্টি, আঃ মুহিদ হাসানী বাংলাদেশ ইসলামী ঐক্য ফ্রন্ট, মুহিবুর রহমান আজাদ জাকের পার্টি।  মোট ৬জন। ঘোষিত তপশীল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ১২তম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩১:২৪ ● ৪৯১ বার পঠিত




আর্কাইভ