মঙ্গলবার ● ৬ জুন ২০২৩
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্বোধন ও সচেতনামূলক র্যালী অনুষ্ঠিত
প্রথম পাতা » ডিজিটাল বাংলাদেশ » মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্বোধন ও সচেতনামূলক র্যালী অনুষ্ঠিতমৌলভীবাজার পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করার লক্ষ্যে পচনশীল ও অপচনশীল বর্জ্য বাসা বাড়িতেই পৃথক করণ কার্যক্রম শুরু করার অংশ হিসেবে শুভ উদ্বোধন ও সচেতনামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৬ জুন শহরের শাহ মোস্তফা কলেজ প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে শমসেরনগর সড়ক হয়ে কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়।
মৌলভীবাজার পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট রাধাপদ দেব সজল, সাবেক পৌর কাউন্সিলর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহেদ আহমদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ রকিবুর রহমান, পৌরসভার অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খান,পৌর কাউন্সিলর পার্থ সারর্থি পাল সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পৌরসভার কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন পেশার লোকজন।
বাংলাদেশ সময়: ১৫:৫০:৫৮ ● ৩৭৭ বার পঠিত