শুক্রবার ● ৫ মে ২০২৩

সিলেট সিটি নির্বাচনে প্রচারণায় আওয়ামী লীগের ৪ উপ-কমিটি ঘোষণা

প্রথম পাতা » অনুসন্ধানী প্রতিবেদন » সিলেট সিটি নির্বাচনে প্রচারণায় আওয়ামী লীগের ৪ উপ-কমিটি ঘোষণা
শুক্রবার ● ৫ মে ২০২৩


 সিলেট সিটি নির্বাচনে প্রচারণায় আওয়ামী লীগের  উপ-কমিটি ঘোষণাসিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার জন্য জেলা ও মহানগর আওয়ামী লীগের ৪টি উপকমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৫ মে) বিকেলে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে যৌথ সভায় দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক কমিটির দায়িত্ব প্রাপ্তদের নাম ঘোষণা করেন।

কমিটিগুলো হচ্ছে- দপ্তর উপ কমিটি, প্রচার উপ কমিটি, মিডিয়া উপ কমিটি, লিগ্যাল এইড উপ কমিটি।

দপ্তর উপকমিটির আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে জগলু চৌধুরীকে। এ কমিটির সদস্য সচিব হলেন খন্দকার মহসিন কামরান।

দুই সদস্য হলেন- মো. মজির উদ্দিন ও অমিতাভ চক্রবর্তী।

প্রচার উপ কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আব্দুর রহমান জামিল। সদস্যসচিব অ্যাডভোকেট আব্বাস উদ্দিন।

পাঁচ সদস্য হলেন- মতিউর রহমান মতি, সোয়েব আহমদ, গোলাম সোবহান চৌধুরী, শামসুল আলম সেলিম ও ডা. নাজরা চৌধুরী।

মিডিয়া উপ কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহম শিপলুকে।

এ উপ কমিটির সদস্যসচিব হলেন, রজত কান্তিগুপ্ত। সদস্য সংখ্যা পাঁচজন।

তারা হলেন- গোলাম সোবহান চৌধুরী দীপন, শাহ মুজিবুর রহমান জকন, মকসুদ আহমদ মকসুদ, মুক্তাদির আহমদ মুক্তা ও সাজলু লস্কর।

লিগ্যাল এইড উপ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট বেলাল উদ্দিন।

দুই সদস্য হলেন- অ্যাডভোকেট আজমল আলী এবং অ্যাডভোকেট জাহিদ সারওয়ার সবুজ।

এছাড়াও সিলেট সিটি করপোরেশনের সবকটি ওয়ার্ডকে ৪টি জোনে ভাগ করা হয়েছে।

সেগুলো হচ্ছে- পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণ সুরমা জোন।

এসব অঞ্চলে প্রচারণার জন্য স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আলাদা আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫২:৩৩ ● ২২৪ বার পঠিত