শনিবার ● ৬ মে ২০২৩
বড়লেখায় যুবককে ঘুম থেকে তুলে এসআইর থাপ্পর
প্রথম পাতা » অনুসন্ধানী প্রতিবেদন » বড়লেখায় যুবককে ঘুম থেকে তুলে এসআইর থাপ্পরমৌলভীবাজারের বড়লেখায় গাছ কাটার ঘটনার একটি অভিযোগে অভিযুক্ত যুবককে বাড়িতে না পেয়ে ছোট ভাইকে গভীর রাতে ঘুম থেকে তুলে মারধর ও চড়-থাপ্পড় মারার অভিযোগ ওঠেছে পুলিশের বিরুদ্ধে।
উপজেলার শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) সুশান্ত শাহার বিরুদ্ধে এই অভিযোগ।
উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বানিকোনা গ্রামের এ ঘটনা ঘটেছে। পুলিশের এসআইয়ের এমন ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বানিকোনা গ্রামের আব্দুল লতিফ একই গ্রামের মৃত আসাব আলীর ছেলে আয়নুল ইসলামের বিরুদ্ধে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রে গাছ কাটার একটি লিখিত অভিযোগ করেন। ঘটনা তদন্ত না করেই শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুশান্ত সাহা অভিযুক্ত আয়নুল ইসলামকে তার পক্ষের কয়েকজন লোক নিয়ে থানায় যাওয়ার জন্য বলেন। গ্রামের গন্যমান্য কেউ সময় না দেওয়ায় তিনি পুলিশ ফাঁড়িতে যাননি। এতে গত সোমবার মধ্যরাতে এসআই সুশান্ত সাহা অভিযুক্তের বাড়িতে যান। বাড়িতে গিয়ে তাকে (আয়নুল) পাননি। এসময় তিনি আয়নুল ইসলামের ছোটভাই ময়নুল ইসলামকে ঘুম থেকে তুলে বিনা কারণে মারধর ও চড়-থাপ্পড় মারেন। এতে তিনি ঘাড় ও কানে মারাত্মকভাবে আঘাত পান। ঘটনাটি তিনি পরদিন এলাকার গন্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। এতে এলাকার লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ভুক্তভোগী ময়নুল ইসলাম বলেন, ‘দারোগা (এসআই) আমাকে ঘুম থেকে তুলে আমার ভাই বাড়িতে নেই কেন এবং থানায় ডাকা হল, কেন যায়নি বলেই সজোরে চড় মারেন, মারধরও করেন। এতে তার কানে ও ঘাড়ে মারাত্মক আঘাত লাগে। কোনো অপরাধ না করা সত্ত্বেও কেন পুলিশ অফিসার আমাকে চড় মারলেন, বুঝতে পারছিনা। বিষয়টি এলাকার মুরব্বিদের অবগত করেছি।’
এব্যাপারে বড়লেখার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) সুশান্ত শাহা বলেন, ‘প্রায় দুই সপ্তাহ থেকে আয়নুল ইসলামকে তদন্ত কেন্দ্রে ডাকছি। কিন্তু সে যায়নি। তার বিরুদ্ধে গাছ কাটার একটি লিখিত অভিযোগ রয়েছে। তাকে খুঁজতে বাড়িতে গিয়েছি এটা সত্য। তবে তার ছোটভাইকে চড়-থাপ্পড় মারা ও মারধারের অভিযোগ সঠিক নয়।’
বাংলাদেশ সময়: ১৪:১৮:২৬ ● ২৪১ বার পঠিত